হিন্দু থেকে মুসলিম হলেন ভিকি কৌশল! ক্যাটরিনার স্বামী ভিকি কৌশলকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। আমাদের প্রিয় বলিউড ‘পাওয়ার কাপল’ ক্যাটরিনা কাইফ(Katrina Kaif) এবং ভিকি কৌশল(Vicky Kaushal)! বর্তমানে তারা বলিউডের প্রথম সারির অন্যতম জনপ্রিয় তারকা।

স্বামী ভিকি এবং স্ত্রী ক্যাটরিনা বর্তমানে তাদের ক্যারিয়ার জীবনের শীর্ষে রয়েছেন। ক্যারিয়ারের নিরিখে ক্যাটরিনার জুনিয়র হলেও নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে খুব অল্পসময়েই দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন ভিকি।ভিকি কৌশলের পিতা শ্যাম কৌশল, একজন স্টান্ট ডিরেক্টর। তবে ভিকি বাবার খ্যাতির তোয়াক্কা না করেই হিন্দি চলচ্চিত্র জগতে তার প্রতিভা দিয়েই নিজের স্থান করে নিয়েছেন। সম্প্রতি,আমাদের সকলের প্রিয় সেই ভিকির ধর্ম নিয়েই শোরগোল দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়াতে।
আসলে এতদিন সবাই জানতেন অভিনেতা ভিকি হিন্দু। তবে এখন জানা যাচ্ছে, আদতে নাকি অভিনেতা মুসলিম! আর এই খবর সামনে আসার পরেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। তবে এখানেই রয়েছে একটি টুইস্ট। কারণ ভিকির ধর্ম নিয়ে এই বিতর্ক দেখা দিয়েছে ভিকির রিয়েল লাইফে নয়, বরং রিল লাইফে। অভিনেতার আসন্ন ছবি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’তে (The Great Indian Family) দেখানো হবে এই কাহিনী।
এই চলচ্চিত্রের শুটিং ২০২০ সালে শুরু হয়েছিল এবং ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তা সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এই সিনেমা (‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’) যশ রাজ ফিল্মস দ্বারা প্রযোজিত হচ্ছে।
শ্যুটিং সম্পূর্ণ হওয়ার প্রায় আড়াই বছরের মাথায় রিলিজ করছে যশ রাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমা। ফ্যামিলি-কমেডি ঘরানার এই সিনেমায় ভিকি ছাড়াও অভিনয় করেছেন মানুষী চিল্লার, কুমুদ মিশ্রা, মনোজ পাহওয়া, আসিফ খানের মতো তারকারা। ইতিমধ্যেই ছবির ‘কানাইয়া টুইটার পে আজা’ গানটি ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়।
‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’তে বেদব্যাস ত্রিপাঠী ওরফে ভজন কুমারের ভূমিকায় দেখা যাবে ভিকিকে। পণ্ডিত পরিবারের ছেলে সে। পুজো-পাঠ করে সংসার চলে তাদের। ছোট থেকেই তাই হিন্দুশাস্ত্রের পাঠ নিয়েছে ভজন। মাতা কি চৌকিতে গান গাওয়াই তার পেশা। কিন্তু আচমকাই একটি উড়ো চিঠির জন্য ওলটপালট হয়ে যায় ভজনের গোটা জীবন।
সেই চিঠিতে লেখা রয়েছে, ৭ ডিসেম্বর যে শিশু জন্মগ্রহণ করেছে সে হিন্দু নয়, সে মুসলিম! আর সেই শিশু হল খোদ ভজন। এই উড়ো চিঠি আসার পর রাতারাতি বদলে যায় ভজনের জীবন। তার জীবনে নেমে আসে চরম বিপর্যয়। পরিবারের সদস্যরাও মুখ ফিরিয়ে নেয় তার থেকে। এত বাধা টপকে ভজন কি পারবে নিজের পরিবারের মন জয় করে নিতে? উত্তর পাওয়া যাবে আগামী ২২ সেপ্টেম্বর, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’ মুক্তি পাবার পর।