একসময় চুমু খেয়েছিলেন! রাহুল-প্রিয়াঙ্কার সংসার জোড়া লাগায় এবার মুখ খুললেন রুকমা

ভাঙা প্রেম জোড়া লাগার পর মানুষ যে কি পরিমাণ খুশি হয় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সম্প্রতি এই আনন্দই অনুভব করেছেন টলিপাড়ার (Tollywood) তারকাজুটি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee) এবং প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। একসঙ্গে অভিনয় করতে গিয়ে মন দেওয়া নেওয়া হয়েছিল দুই তারকার। এরপর সেই সম্পর্ক গড়ায় ছাদনাতলা অবধি। কিন্তু কয়েকবছর চুটিয়ে সংসার করার পর আচমকাই বিচ্ছেদের (Divorce) পথে হাঁটেন রাহুল-প্রিয়াঙ্কা।

rahul-banerjee-and-priyanka-sarkar-overcome-legal-challenges-and-ready for second innings of their marriage in bengali

এই জুটি প্রাথমিকভাবে গত বছর, 2022 সালে তাদের পুনর্মিলনের ইঙ্গিত দিয়েছিল, যখন তারা তাদের ছেলে সহজের সাথে একটি মর্মস্পর্শী ছবি শেয়ার করেছিল। পোস্টটির অর্থপূর্ণ ক্যাপশন ছিল “নতুন শুরু,” তাদের বিকশিত সম্পর্কের একটি আভাস প্রদান করে।

তাদের ছেলে সহজের মঙ্গলের কথা ভেবেই তারা আবার একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অভিনেতা স্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তাদের পরিকল্পনা কেবল মেরামত করা নয় বরং তাদের পারিবারিক বন্ধনকে আরও শক্তিশালী করা। “আমরা একসাথে থাকি। প্রিয়াঙ্কার বিল্ডিংয়ে একটি ফ্ল্যাট কিনেছি।’ উভয় পক্ষের কিছু আইনি জটিলতা ছিল, কিন্তু বর্তমানে তা কেটে গেছে।

rahul-banerjee-and-priyanka-sarkar-overcome-legal-challenges-and-ready for second innings of their marriage in bengali

‘চিরদিনই তুমি যে আমার’ জুটির সংসার ভাঙার খবরে অনুরাগীদেরও মন খারাপ হয়ে গিয়েছিল। অনেকে ধরেই নিয়েছিলেন, তাঁদের ডিভোর্সটা হয়ে যাবে। কিন্তু তেমনটা হল না। লকডাউনের মাঝামাঝি সময় থেকে আস্তে আস্তে রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্কের জট খুলতে শুরু করে। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা-সহজের সঙ্গে ছবি শেয়ার করতে শুরু করেন রাহুল।

তখনই অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, তাহলে কি মনোমালিন্যের মেঘ কেটে গেছে? আবারও কী কাছাকাছি আসতে শুরু করেছেন দু’জনে? অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটালেন অভিনেতা নিজেই। এতদিন রাহুল-প্রিয়াঙ্কা অনুগামীরা যে খবরের জন্য অধীর আগ্রহে বসে ছিলেন, শুনিয়ে দিলেন সেই খবরই। স্বামী-স্ত্রী হিসেবে আবারও নতুন করে সংসার পাততে চলেছেন রাহুল-প্রিয়াঙ্কা।

তবে বিচ্ছেদের সময়ে একাধিক তারকার সঙ্গে রাহুল-প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। রাহুলের চর্চিত প্রেমিকা হিসেবে উঠে এসেছিল টেলি অভিনেত্রী রুকমা রায়ের (Rooqma Ray) নাম। অভিনেত্রীর গালে রাহুলের চুমু খাওয়ার ছবি ব্যাপক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে দু’জনকেই বরাবর একই কথা বলতে শোনা গিয়েছিল, যে তারা কেবলমাত্র ভালো বন্ধু, এর বেশি কিছু নয়।

rahul-banerjee-and-priyanka-sarkar-overcome-legal-challenges-and-ready for second innings of their marriage in bengali


সম্প্রতি সেই রুকমাকেই রাহুল-প্রিয়াঙ্কার নতুন করে সংসার পাতার খবরে নিজের প্রতিক্রিয়া জানতে দেখা গিয়েছে। এক নামী সংবাদমাধ্যমের মাধ্যমে ‘রূপসাগরে মনের মানুষ’ এর নায়িকা জানিয়েছেন, ‘রাহুলদা এবং প্রিয়াঙ্কার যখন আবার কথা হতে শুরু করেছে , আমি তখন থেকেই ব্যাপারটা জানি। ও আমার খুব ভালো বন্ধু। আর বন্ধুর ভালো হলে আনন্দ তো হবেই। আমি রাহুলদার পাশে সব সময় আছি। ঠাকুরের কাছে প্রার্থনা করি ওঁরা দু’জন সব সময় ভালো থাকুক। আমি সত্যিই খুব খুশি’।

রাহুল এবং প্রিয়াঙ্কা আবারও কী একসাথে থাকতে চলেছেন?

সমস্ত আইনি বাধা কাটিয়ে আবারো বিয়ে করছেন রাহুল ব্যানার্জি ও প্রিয়াঙ্কা সরকার। গত বছর পুনর্মিলনের ইঙ্গিত দিয়েছিলেন তারা। রাহুল সম্প্রতি নিশ্চিত করেছেন যে তারা একসাথে ফিরে এসেছেন এবং একই বিল্ডিংয়ে থাকার পরিকল্পনা করছেন।

রাহুল এবং প্রিয়াঙ্কার ছেলের নাম কী?

সহজ

রাহুল প্রিয়াঙ্কা জুটি নিয়ে রূকমা রায়ের প্রতিক্রিয়া কী ?

এক নামী সংবাদমাধ্যমের মাধ্যমে ‘রূপসাগরে মনের মানুষ’ এর নায়িকা জানিয়েছেন, ‘রাহুলদা এবং প্রিয়াঙ্কার যখন আবার কথা হতে শুরু করেছে , আমি তখন থেকেই ব্যাপারটা জানি। ও আমার খুব ভালো বন্ধু। আর বন্ধুর ভালো হলে আনন্দ তো হবেই। আমি রাহুলদার পাশে সব সময় আছি। ঠাকুরের কাছে প্রার্থনা করি ওঁরা দু’জন সব সময় ভালো থাকুক। আমি সত্যিই খুব খুশি’।

Leave a Comment

%d bloggers like this: