মোঃ জাহিদ, ঝালকাঠি ঝালকাঠি সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০ একর জমিতে সমলয়ে চাষাবাদের ফসল কাটা উদ্বোধন করেন উপজেলার নির্বাহী অফিসার অনুজা মন্ডল। বৃহস্পতিবার উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বীরকাঠি গ্রামের কৃষক মোঃ সাইফুল শরিফ, মোঃ কালাম সিকদারের জমি সহ ৫০ একর জমির ধান কাটার মাধ্যমে এ উৎসবের সূচনা হয়। ধান কাটা উৎসবে আরো উপস্থিতি ছিলেন ঝালকাঠি অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) ডিএই ইসরাত জাহান মিলি ও ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ সহ মো: রাসেল মনির কৃষি সম্প্রসারণ অফিসার ঝালকাঠি সদর, ফনি ভূষণ ঢালী এসএপিপিও ঝালকাঠি সদর, প্রদর্শনী বাস্তবায়নকারী এসএএও নাসরিন আক্তার এবং ৭০ এর অধিক কৃষকবৃন্দ। ঝালকাঠি অতিরিক্ত উপপরিচালক (শস্য) ইসরাত জাহান মিলি বলেন হাইব্রিড (সিনজেটা ১২০৫) এ ধানটি শতাংশে ৩৬.২৩ বেশি ফলন দিয়েছে। ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ জানান এবছর ঝালকাঠি সদর উপজেলায় ৬ হাজার ২শ ৪০ হেক্টর জমিতে হাইব্রিড সিন-জেটা আবাদ করেছেন, ফলন অত্যাধিক হওয়ায় কৃষকরা আগ্রহী এখন এই জাতের ধান চাষে। প্রণোদনা চাষী মোঃ সাইফুল শরিফ জানান, পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারে সেচের সংখ্যা কম লেগেছে। কৃষি বিভাগের সার্বিক তদারকি, পরিমিত সার ও কীটনাশক ব্যবহারে রোগ ও পোকার আক্রমণ কম হয়েছে।
https://slotbet.online/